যুক্তরাষ্ট্রের একটি মহাসড়কে ধূলিঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১ মে) বেলা ১১টার দিকে ইলিনয় অঙ্গরাজ্যের প্রত্যন্ত এলাকার একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়ন রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রবল বাতাসের কারণে মহাসড়ক ধূলিকণায় ছেয়ে যাওয়ায় ৩০টি বাণিজ্যিক যানবাহনসহ ৪০ থেকে ৬০টি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়, এসব দুর্ঘটনার সময় দুটি ট্রাকে আগুন ধরে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।