যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানায়, শিকাগো পুলিশ বলেছে, বন্দুক হামলায় জড়িত অভিযোগে ম্যানচেস্টার থেকে রবার্ট ই ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শিকাগোর হাইল্যান্ড পার্কে একজন অস্ত্রধারী ছাদ থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ লক্ষ্য করে উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে গুলি ছোড়ে। ৪ জুলাই (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এই হামলা শুরু হয়, যা কয়েক মিনিট স্থায়ী থাকে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। পরে আরও একজন হাসপাতালে নেওয়ার সময় মারা যান। হামলায় ২৪ জন আহত হন।

এ ঘটনায় ইলিনয়ের গভর্নর জে রবার্ট প্রিটজকার বলেছেন, নির্বিচার গুলি যুক্তরাষ্ট্রের ঐতিহ্য হয়ে যাচ্ছে।