করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন দ্রুত প্রভাব বিস্তার করছে যুক্তরাষ্ট্রজুড়ে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি হালনাগাদ তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে করোনায় আক্রান্তদের ৭৩ দশমিক ২ শতাংশই অমিক্রনে সংক্রমিত হয়েছেন। আর ডেল্টায় সংক্রমিত হয়েছেন ২৬ দশমিক ৬ শতাংশ।খবর সমকালের।

ডিসেম্বরের শুরুতে মোট আক্রান্তদের মধ্যে অমিক্রনের সংক্রমণের শিকার ছিলেন ১ শতাংশের কম। দেশটির কিছু এলাকায় অমিক্রন এখন অনেক বেশি আধিপত্য বিস্তার করেছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বের অনেক এলাকায় ৯৫ শতাংশ কোভিড সংক্রমণের পেছনে রয়েছে অমিক্রন।

নিউইয়র্ক সিটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা গত এক সপ্তাহে ৬০ শতাংশ বেড়েছে। করোভিড পরীক্ষার কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, অমিক্রন দ্রুতগতিতে ছড়াতে থাকায় বড়দিন আর নববর্ষের উৎসব ঘিরে পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে। সে কারণে স্বাস্থ্যবিধির কড়াকড়িও বাড়ানো হচ্ছে বিভিন্ন রাজ্যে।