যাত্রী হয়রানি রোধে পরিবহনসংশ্লিষ্টদের নিয়ে ট্রাফিক পুলিশের সভা। ছবি: ডিএমপি নিউজ

রাস্তাঘাটসহ বিভিন্ন বাস টার্মিনালে দেখা যায়, যাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে টানাহেঁচড়া করে বাসে ওঠানো হচ্ছে। এ ছাড়া যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করানোর অভিযোগ তো আছেই।

এসব হয়রানি রোধে সতর্কতামূলক পথসভা করেছে ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোন।

সায়েদাবাদ বাস টার্মিনালে বুধবার (২৫ মে) সকাল ১০টায় পরিবহনমালিক, শ্রমিক, চালক ও হেলপারদের নিয়ে এ সভা করা হয়। খবর ডিএমপি নিউজের।

ওই সময় ট্রাফিক ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল উপস্থিত সবাইকে যাত্রী হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

পথসভায় সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক যাত্রাবাড়ী জোন মো. তারিকুল ইসলাম মাসুদসহ সংশ্লিষ্ট এলাকার টিআই ও পুলিশ সার্জেন্টগণ উপস্থিত ছিলেন।