জব্দ করা উগ্রপন্থী বই ও লিফলেট। ছবি : ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার সদস্যরা অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই ও লিফলেট জব্দ করা হয়।

ডিএমপি জানায়, সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া ফার্মের মোড়ের একটি বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন জামায়াতে ইসলামীর যাত্রাবাড়ী থানার আমির মো. শাহজাহান খান, সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, বায়তুল মাল সম্পাদক মো. মোশারফ হোসেন, ৬২ নম্বর দক্ষিণ ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন এবং ৬৫ নম্বর ওয়ার্ড অটোরিকশা শ্রমিক ইউনিট সভাপতি মো. আব্দুর রহমান ফরায়েজী।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতা-কর্মী গোপনে মাসিক দলীয় সভায় মিলিত হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।