ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও তাঁদের মেয়েশিশু দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে কোনাপাড়ার আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের মালিকানাধীন একটি চারতলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর দ্য ডেইলি স্টারের।

দগ্ধরা হলেন আব্দুল করিম (৩০), তাঁর স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও দেড় বছরের মেয়ে ফাতেমা আক্তার।

দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা একই ভবনের ভাড়াটে মোহাম্মদ হাসান জানান, রাতে খাদিজা সাহ্রির জন্য উঠে চুলা জ্বালাতে যান। সে সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ঘরে থাকা সবাই বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে তাঁদের গায়ে আগুন লেগে যায়।

মোহাম্মদ হাসানের ধারণা, ফ্রিজের কম্প্রেসর মেশিন বিস্ফোরণ হয়ে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। কারণ, আগুন নেভানোর পর তাঁরা ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পেয়েছেন।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, খাদিজার ৯৫ শতাংশ ও ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। খাদিজা ও ফাতেমা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।