রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর সমকালের।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বাস-সিএনজি সংঘর্ষে তিনজন মারা গেছেন। তাঁরা সবাই এক পরিবারের সদস্য বলে জানা গেছে। তাঁদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

এসআই জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ইউটার্ন ঘোরার সময় সিএনজিকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যান সিএনজিচালক ও পাঁচ বছরের একটি শিশু।

হারুনুর রশীদ আরও জানান, অভিযুক্ত বাসচালক বা বাসটিকে এখনো আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তিরা হলেন আবদুর রহমান (৬০), তাঁর মেয়ে শারমিন বেগম (৩৮) ও মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)। এ ঘটনায় শারমিনের মেয়ে বৃষ্টি (৬) ও অটোরিকশাচালক রফিক (৪২) আহত হন। জরুরি বিভাগে বৃষ্টি ও রফিকের চিকিৎসা চলছে।