যশোর ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলাপুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ৩টি সফল অভিযানে ৩২০টি ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৪ বোতল বিদেশি মদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জেলা ডিবির একটি আভিযানিক দল
১৪ অক্টোবর বিকেল সোয়া ৫টায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া এলাকার রেজাউল মার্কেটের গলি পথ থেকে মো. সুজন মোল্লা (২২) নামের মাদক কারবারিকে ৪ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করে।

জব্দ করা মদের মূল্য আনুমানিক ৩৪ হাজার টাকা।

একই দিন রাত ৮টার দিকে যশোর ডিবির আরেকটি চৌকস টিম বেনাপোল বলফিল্ডের পশ্চিম পাশে আদ্বীন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মো. নুরুদ্দীন(৩০) নামের মাদক কারবারিকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।

জেলা ডিবির অপর একটি টিম ১৫ অক্টোবর আরেকটি অভিযান চালায়। ওইদিন সকাল ৭টা ২০ মিনিটে জেলার কোতয়ালী থানাধীন বেলতলা এলাকার রিতা ভিলার সামনে জনৈক শুকুর আলরি চায়ের দোকানের ভিতর থেকে মাদক কারবারি মো. রফিকুল ইসলামকে (৫২) ৩২০ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। জব্দ করা আলামতের মূল্য অনুমান ১ লাখ ২৮ হাজার টাকা।

এ তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে এজাহার দায়ের করা হয়েছে।