যশোর সদর উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির মামলায় গ্রেপ্তার ৩ আসামি।ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোরের সদর উপজেলার চেয়ারম্যানকে হত্যার হুমকির ঘটনায় মামলা দায়ের করার ৬ ঘণ্টার মধ্যে ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তৌহিদ চাকলাদার ওরফে ফন্টু চাকলাদারের নেতৃত্বে ৮/১০ জন ব্যক্তি গাড়িযোগে যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর খালদার রোডের বাসার সামনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বাইরে আসলে বিবাদীরা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বিবাদিরা পালিয়ে যান।

এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান নিজে বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

ঘটনাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএমের নির্দেশে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে একটি টিম অভিযান চালিয়ে মামলা দায়েরের ৬ ঘণ্টার মধ্যেই আজ বেলা ৩ টার দিকে ঘটনায় জড়িত ৩ জন আসামিকে কাঠালতলা এলাকা থেকে গ্রেপ্তার করে।

অন্যান্য আসামিদের গ্রেপ্তারে ও তাদের ব্যবহৃত গাড়ীসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,
বাবুল(৪৫), নুরনবী (৪০) ও
তাপস (৩৫)।