পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোরে নিজের মেয়েকে হত্যার পর তা গোপন করতে আত্মহত্যার নাটক সাজিয়েছিলেন রোজিনা বেগম নামের এক নারী। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়তে হয়েছে কোতোয়ালি থানা-পুলিশের হাতে।

গত ২৫ জুলাই বিকেলে কোতোয়ালি থানাধীন কিসমত রাজাপুরে আমেনা (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে, এমন খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় রোজিনা ও বাঘারপাড়া থানাধীন ফলসি গ্রামের মজনুর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর দাদি। মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তমূলক তথ্য দেন তাঁরা। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এরপর আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার কথা স্বীকার করেন রোজিনা।

রোজিনা জানান, মেয়ের ওপর রেগে তার ঘাড় মটকে দেন তিনি। এরপর শিশুটির গলায় ফাঁস লাগিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখেন এবং সে আত্মহত্যা করেছে বলে প্রচার চালান তিনি।

পুলিশ জানায়, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি রোজিনা।