ডিবি পুলিশের হেফাজতে অস্ত্রসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কোতোয়ালি থানা এলাকায় একটি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে। তারা বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে ২৮ মার্চ বেলা সাড়ে ৩টায় কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর চোপদারপাড়া এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করার সময় মো. শাহাদত হোসেন নামের এক ব্যক্তিকে তার মেশিন লেদঘর থেকে গ্রেপ্তার করেছে।

তার কাছ থেকে একটা রিভলবার, ৪টি রিভলবারের গুলি, ১টি ওয়ান শুটারগানের গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র তৈরি করে যশোরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।