যশোর পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোরের পুলিশ সুপার কার্যালয়ে নির্মিত নতুন একটি ভবনের উদ্বোধন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

এর আগে যশোর বিমানবন্দর থেকে প্রটোকলসহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম।
বৃক্ষরোপণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি : বাংলাদেশ পুলিশ।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। উপস্থিত অতিথিবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনা সভায় যোগ দেন তিনি।
কেক কাটছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি : বাংলাদেশ পুলিশ।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ, যশোর জেলার মাননীয় সংসদ সদস্যগণ, খুলনা রেঞ্জের ডিআইজি, যশোরের জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি, নির্বাচিত জনপ্রতিনিধিগণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি : বাংলাদেশ পুলিশ।