প্রকৃত মালিকের কাছে ইজিবাইক হস্তান্তর করছে পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি ইজিবাইক, ব্যাটারি ও ইজিবাইকের খোলা যন্ত্রাংশ উদ্ধার করেছে। ইজিবাইক চুরির অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে উদ্ধার করা ইজিবাইক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

গত মঙ্গলবার (১৯ জুলাই) কোতোয়ালি মডেল থানা ও ঝিকরগাছা থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন যশোরের চৌগাছা থানা এলাকার শরিফুল ইসলাম (২১) এবং শার্শা থানা এলাকার শামীম মণ্ডল ওরফে কালু (২২)।

পুলিশি হেফাজতে দুই আসামি এবং উদ্ধার করা ইজিবাইক। ছবি : বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশ জানায়, গত ৭ এপ্রিল বিকেলে যশোর প্রেসক্লাব এলাকা থেকে ভুক্তভোগী মো. রহমানের (৪০) একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি হয়। ইজিবাইকটির দাম প্রায় দেড় লাখ টাকা বলে জানান ভুক্তভোগী। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি। তদন্তের একপর্যায়ে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। গত মঙ্গলবার ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া ইজিবাইক, পাঁচটি ব্যাটারি ও ইজিবাইকের খোলা যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।