যশোরে সোমবার তিনটি অভিযানে মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি। ছবি: পুলিশ নিউজ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২১০টি ইয়াবা বড়ি, ৮০০ গ্রাম গাঁজা, এক হাজার টাকাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।

জেলার তিন থানা এলাকায় সোমবার চালানো অভিযানে ওই তিনজন গ্রেপ্তার হন।

কোতোয়ালি
ডিবির চৌকস দল দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন রেলগেট টু চাঁচড়া পাকা রাস্তার পশ্চিম পাশে ডালমিলস্থ মিলু মিয়ার বাড়ি যাওয়ার গলিতে কাঁচা রাস্তার ওপর থেকে চিহ্নিত মাদক কারবারি রেখা বেগমকে (৪৬) গ্রেপ্তার করে। তাঁর বাড়ি কোতোয়ালি থানার চাঁচড়া ডাল মিল এলাকার ইসমাইল কলোনিতে।

রেখার কাছ থেকে ১১০টি ইয়াবা বড়ি এবং ১ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানায় এজাহার করা হয়েছে।

বাঘারপাড়া
ডিবির চৌকস দল বিকেল সোয়া ৪টার দিকে বাঘারপাড়া থানাধীন দয়ারামপুর গ্রামের সরাফত মাস্টারের বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তার ওপর থেকে চিহ্নিত মাদক কারবারি সোহাগ মোল্যাকে (৩৫) গ্রেপ্তার করে।

দয়ারামপুরের বাসিন্দা সোহাগের কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় এজাহার করা হয়েছে।

শার্শা
ডিবির চৌকস দল রাত ৮টা ১০ মিনিটে শার্শা থানাধীন পাড়িয়ারঘোপ এলাকায় নিজ বসতবাড়ির সামনে থেকে মো. রকিবকে (২৫) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় এজাহার দায়ের করা হয়েছে।