ইয়াবা বড়ি, ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ আসামি। ছবি: যশোর জেলা প্রতিনিধি

যশোরের গোয়েন্দা শাখার (ডিবি) তিনটি পৃথক অভিযানে ৯০ বোতল ফেনসিডিল, ১৫০টি ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) রাতে এই অভিযানগুলো হয়।

প্রথম অভিযান

যশোরের ডিবির একটি দল শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে রাত ১০টা ৫ মিনিটের দিকে জেলার শার্শা থানার শার্শা মাঠপাড়া গ্রামের মন্টার হাওয়ার গ্যারেজের সামনে অভিযান চালায়।

অভিযানে শরিফুল ইসলাম নয়ন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোরের শার্শা থানার কামারপাড়া মোড় এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ১৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সংক্রান্তে এসআই শফি আহমেদ রিয়েল শার্শা থানায় মামলা করেছেন।

দ্বিতীয় অভিযান

যশোরের ডিবির একটি দল শার্শা থানা এলাকায় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়েছে। অভিযানে শিমুলতলা মোড় টু খলিশাখালীগামী রাস্তা থেকে তাইজেল খাঁকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি শার্শা থানার পাকশিয়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ সংক্রান্তে এসআই রইচ আহমেদ শার্শা থানায় মামলা করেছেন।

তৃতীয় অভিযান

যশোরের ডিবির আরও একটি দল কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়েছে।

অভিযান চালানোর সময় রাত সাড়ে ১২টার দিকে যশোর কোতোয়ালি থানার পুলেরহাট টু রাজগঞ্জগামী সড়কের গোয়ালদাহ গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে মো. আইজুল হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়।

তিনি শার্শা থানার গোগা গাজীপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ সংক্রান্তে এসআই আরিফুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।