যশোরে ডিবির অভিযানে ভেজাল খাবার প্রস্তুত ও মজুতের সময় গ্রেপ্তার তিনজন। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ভেজাল খাবার, পানীয়, ভেজাল রাসায়নিক, যন্ত্রপাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। কেশবপুর থানার সাবদিয়া উপজেলা অফিসপাড়া এলাকা থেকে ৩০ মার্চ (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খাদিজা খাতুন ওরফে নাইস (৩২), আনন্দ দাস (৩৯) ও রুহুল আমিন (৩২)।

জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল ৩০ মার্চ রাত ৯টার দিকে কেশবপুর থানার সাবদিয়া উপজেলা অফিসপাড়া কেন্দ্রীয় কবরস্থান এলাকায় একটি ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতের সময় ওই তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ভেজাল খাদ্যদ্রব্য গ্লুকোজ, কোমল পানীয়ের গুঁড়া, ভেজাল ট্যাংক, ম্যাঙ্গো জুস, ভেজাল খাদ্য তৈরির উপকরণ ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, রাসায়নিকযুক্ত ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদন করে যশোর জেলাসহ সারা দেশে বিক্রি করতেন তাঁরা।