যশোরে ডিবির অভিযানে উদ্ধার ফেনসিডিল। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। যশোর কোতোয়ালি থানা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় ২৪ মে (বুধবার) রাত থেকে ২৫ মে (বৃহস্পতিবার) সকালের মধ্যে এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম সাগর হোসেন (২৭), হায়দার আলী (৩৮) ও সোবাহান আলী (৩৫)।

যশোরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ২৫ মে সকাল ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় অভিযান চালিয়ে মৃত ওলিয়ার রহমান ওরফে মাকরার বাড়ির গোয়ালঘরের দক্ষিণ পাশে বাঁশবাগানের ভেতরে মাটির নিচ থেকে ছয় বস্তায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

এর আগে ২৪ মে রাত পৌনে ১১টার দিকে ডিবির আরেকটি দল যশোর কোতোয়ালি মডেল থানার চুড়ামনকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি সাগরকে গ্রেপ্তার করে। এদিকে ডিবির একটি দল ২৫ মে সকাল সাড়ে ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক কারকারি হায়দার ও সোবাহানকে গ্রেপ্তার করেছে।

যশোরে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

এসব ঘটনায় যশোর কোতোয়ালি থানা ও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে।