যশোরের ঝিকরগাছায় ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার কাউন্সিলর। ছবি: পুলিশ নিউজ

যশোরের ঝিকরগাছা থেকে অস্ত্র ও গুলিসহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির চৌকস দল রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে থানার গদখালী থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাশেদ আলী। তিনি বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

রাশেদকে গ্রেপ্তারের পর ভোর পৌনে ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকায় রজনী ক্লিনিকের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মাটিতে পোঁতা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা বস্তুগুলো হলো ৫টি গুলিসহ একট ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি রাইফেলের গুলি।

এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।