ইয়াবা বড়ি, ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫ মাদক কারবারি। ছবি : যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চারটি পৃথক অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৭০ পিস ইয়াবা বড়িসহ পাঁজচনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ডিবি যশোরের এসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম বিকেল ৫টা ২০ মিনিটে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে যশোর কোতোয়ালি মডেল থানাধীন রাসেল চত্বর থেকে সার্কিট হাউসগামী ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে মেসার্স টাইলস প্লাজার সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মো. তরিকুল ইসলাম (২৮); তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মইষাডাঙ্গা গ্রামের বাসিন্দা। মো. ইব্রাহিম আলী (১৯); তিনিও একই জেলার কোতোয়ালি থানার ডালমিল তেঁতুলতলা গ্রামের বাসিন্দা।

ডিবি জানিযেছে, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৩২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার মূল্য ৬৪ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছেন।

একই দিনে যশোরের ডিবি এসআই মো. সোলায়মান আক্কাসের নেতৃত্বে একটি দল কোতোয়ালি থানা এলাকায় বিকেল ৫টা ১০ মিনিটে অভিযান চালায়। অভিযানে কোতোয়ালি মডেল থানাধীন বাবলাতলা ব্রিজের ওপর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

আসামির নাম মো. আরমান গাজী শেখর (৪০); তিনি কোতোয়ালি থানার পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টি এলাকার বাসিন্দা।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ৭০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। যার মূল্য ২১ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই মো. সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।

এদিকে মঙ্গলবার যশোরের ডিবির এসআই মো. রইচ আহমেদের নেতৃত্বে একটি দল কোতোয়ালি থানা এলাকায় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অভিযান চালায়। অভিযানে কোতোয়ালি মডেল থানাধীন সামসুল হুদা স্টেডিয়ামের পেছন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁর নাম মো. আব্দুল্লাহ আল মামুন (৩৭); তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার সময় আসামির কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার মূল্য ৭০ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই রইচ আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছেন।

এ ছাড়া একই দিনে যশোরের ডিবির এসআই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি দল শার্শা থানা এলাকায় রাত ৯টা ৩০ মিনিটে অভিযান চালিয়েছে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মো. ফুলছুদ্দিন খাঁ (৪০); তিনি শার্শা থানার পাকশিয়া খালপাড়া এলাকার বাসিন্দা।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ৩৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার মূল্য ৬৬ হাজার টাকা।

এ সংক্রান্তে এএসআই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।