পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি: ডিএমপি নিউজ

যশোর জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএমের সহধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোর জেলার সভানেত্রী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক শ্রীমতী বিপ্লবী রানীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এসবির অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) ও সাধারণ সম্পাদক ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।
সোমবার এক শোকবার্তায় বিপ্লবী রানীর মৃত্যুতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গতকাল রোববার রাত ১টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন বিপ্লবী রানী। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি দুই পুত্রসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।