আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় আরএমপি কমিশনারসহ উপস্থিত অতিথিরা। ছবি: আরএমপি

যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে উদযাপন হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে রোববার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। এ দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এবার শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য ছিল ‘পিপল পিস প্রগ্রেস: দ্য পাওয়ার অব পার্টনারশিপস’ বা ‘জনগণ, শান্তি, প্রগতি: অংশীদারত্বের শক্তি’।
আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) আবু হাসান মো. তারিক বিপিএম।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ৪২টি প্রতিষ্ঠানের ৫০০ জন অংশগ্রহণ করেন।