ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। খবর বিডিনিউজের।

২৯ জানুয়ারি (শনিবার) সকালে হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, মৃতদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিদের করোনার উপসর্গ ছিল।

ডা. মহিউদ্দিন খান বলেন, বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছয়জনসহ কোভিড ইউনিটে মোট ৮৬ জন রোগী আছেন। তাঁদের মধ্যে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৭৭টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।