সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এক ‍বিবৃতিতে তারা লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে রোনালদোর দলবদলের ব্যাপারে জুভেন্তাসের সঙ্গে চুক্তি হয়েছে। এখন কেবল ব্যাক্তিগত ব্যাপার, ভিসা ও স্বাস্থ্যগত পরীক্ষা বাকি।’

ম্যানচেস্টার ইউনাইটেডে ২০০৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত খেলেছেন রোনালদো। ম্যান ইউর জার্সিতে ২৯২ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন তিনি।

এরপর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ৪৩৮ ম্যাচ খেলে করেছেন ৪৫০ গোল। সবশেষ ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে ১৩৪ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০টির বেশি মেজর ট্রফি জিতেছেন রোনালদো। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ফিফা ক্লাব বিশ্বকাপ, ইতালি, স্পেন ও ইংল্যান্ডে আলাদা ক্লাবের হয়ে সাতবার জিতেছেন লিগ শিরোপা। এছাড়াও জিতেছেন পাঁচটি ব্যালন ডি অর।