পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার সদর থানা-পুলিশের অভিযানে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (২৩ জুন) রাতে মৌলভীবাজার সদর থানাধীন রায়শ্রী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট গ্রামের কালাম আহমেদ এবং কামারকাপন গ্রামের ধ্রুব দেব।

মৌলভীবাজার সদর থানার ওসি কে এম নজরুল জানান, ২২ জুন মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকার একটি দোকানের মোবাইল ব্যাংকিং এজেন্টের পিন কোড ব্যবহার করে ১৫ হাজার টাকা পাঠিয়ে চলে যান তিন ব্যক্তি। বিষয়টি টের পেয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করেন ভুক্তভোগী। অভিযোগ পেয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে জালিয়াতি করে আসছেন। তাঁরা মোবাইল রিচার্জ বা বিকাশে টাকা পাঠানোর নামে বিভিন্ন দোকানে যান এবং কৌশলে বিকাশ বা নগদের এজেন্ট নম্বরের গোপন পিন কোড সংগ্রহ করেন। পরে এই পিন কোড ব্যবহার করে এজেন্ট নম্বর থেকে তাঁদের চক্রের সদস্যের নম্বরে টাকা পাঠিয়ে পালিয়ে যান।