মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে সোমবার সকালে প্যারেডে অংশ নেন পুলিশ সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

পুলিশ সদস্যদের দক্ষতা, সরকারি সম্পত্তির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ যাচাইয়ের উদ্দেশ্যে মৌলভীবাজারে মাস্টার প্যারেড ও কীট প্যারেড হয়েছে।

জেলা পুলিশ লাইন্স মাঠে সোমবার সকাল ৯টার দিকে প্যারেডে অংশ নেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া।

প্যারেড পরিচালনা করেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী। জেলার প্রশাসন ও অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়সহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

প্যারেড শেষে পুলিশ সদস্যদের দক্ষতা যাচাই করে পুরস্কার হিসেবে জিএস মার্ক দেওয়া হয়।