মৌলভীবাজার জেলার সদর মডেল থানার চারটি পৃথক অভিযানে আন্তজেলা পেশাদার চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার চারটি চৌকস দল।

গ্রেপ্তারকৃতরা হলেন রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ, কামরুল ইসলাম, বাবুল গঞ্জু ও রিনা বেগম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় এক আসামির কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

উল্লেখ্য, রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ মাদক মামলার আসামি এবং কামরুল ইসলাম পরোয়ানাভুক্ত আসামি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বলেন, গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সদর থানার চারটি পৃথক অভিযানে পেশাদার চোর চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শীত মৌসুমকে কেন্দ্র করে চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।