মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বস্তায় ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে। মৌলভীবাজারের রাজনগর থানা এলাকায় ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামির নাম সাকিল আলম (৪০)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ১৫ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজারের রাজনগর থানার মুন্সিবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাকিল আলমের বাড়ির নিচতলার গোডাউন থেকে ৬০ বস্তায় ৩ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করেছে। চিনিগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ সময় সাকিল আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আমদানির অভিযোগে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।