মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের টেরাকোটায় চলছে কাজ। ছবি: সংগৃহীত

স্বাধীনতাকামী বাঙালি জাতির আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে আন্দোলন ও সংগ্রামগুলো রূপ নিয়েছিল, সেগুলোকে প্রতীকী অভিব্যক্তিতে স্মরণ ও প্রকাশে মৌলভীবাজার পুলিশ লাইনসে স্থাপন করা হচ্ছে টেরাকোটায় মুক্তিযুদ্ধ।

ডায়াল সিলেট টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়, একটি টেরাকোটার ফ্রেমে তুলে ধরা হয়েছে মহান স্বাধীনতার দৃশ্যপট। আছে পরাধীনতার শেকল থেকে বাঙালির মুক্তির স্বাদ। প্রতিফলন হচ্ছে স্বপ্ন, বেদনা ও গৌরব। জাগ্রত করছে চেতনাবোধ। টেরাকোটা স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস। মুক্তিযুদ্ধে স্থানীয়দের ভূমিকাও এ টেরাকোটায় স্থান পেয়েছে। এটা উদ্বোধনের অপেক্ষায়।
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের এটা উদ্বোধন করার কথা রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্মিত টেরাকোটার দৈর্ঘ্য ৬০ ফুট ও প্রস্থ ৫ ফুট। কোনোটা বড় আকারের মুখোশ, কোনোটা নারীর গড়ন। মধ্যখানে বড় পরিসরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেজোদীপ্ত তর্জনী।