মৌলভীবাজারে গ্রেপ্তার আসামিদের একজন। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিলেট বিভাগে পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযানের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলায় ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৩৫৫টি ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ চলমান বিশেষ অভিযানে থানা-পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত বিশেষ টিম থানা এলাকায় অবৈধ অস্ত্র,  মাদক উদ্ধার, গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা তামিল-সংক্রান্ত অভিযান পরিচালনা করেন।

এতে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ অভিযানে ৪ জন, শ্রীমঙ্গল থানার অভিযানে ৩ জন, রাজনগর থানা-পুলিশের অভিযানে ১ জন, কমলগঞ্জ থানা-পুলিশের অভিযানে ৭ জন, কুলাউড়া থানা-পুলিশের অভিযানে ১ জন ও বড়লেখা থানার অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।