জব্দ করা অস্ত্র। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর মোহাম্মদপুর থেকে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। খবর ডিএমপি নিউজের।

তাঁর নাম মো. সাদ্দাম মাঝি। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

সোমবার (২০ জুন) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা ঢাকা উদ্যান আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা বিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আন্তজেলা ডাকাত দলের প্রধান সাদ্দাম মাঝি মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকার আদিবা অ্যাপারেলসের সামনে অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার সাদ্দাম মাঝি আন্তজেলা ডাকাত দলের প্রধান। তিনি মোহাম্মদপুরসহ ঢাকার আশপাশের এলাকায় চুরি, দস্যুতা ও ডাকাতির কাজে জড়িত।

গ্রেপ্তার আসামিকে মোহাম্মদপুর থানায় করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।