আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুরের মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে প্রায় চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১১০ কেজি জাটকা উদ্ধার করেছে।

মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম গতকাল রোববার মেঘনা নদী এবং এর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ লাখ ৮৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার উদ্ধার করে।

উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানকালে জালে আটকা পড়া অবস্থায় ১১০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা। এ ছাড়া অভিযানকালে দুটি নৌকা জব্দ করা হয়।

পরে অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।