উদ্ধার করা জালের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন।

আজ ২৫ জুন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ মেঘনা নদী এবং এর বিভিন্ন শাখার অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করে।

উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানের সময় আটক ৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ২টি মামলা দায়ের প্রক্রিয়াধীন। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।