উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

চাঁদপুরের মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, মাছ এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলার ও নৌকা উদ্ধার করেছে।

মোহনপুর নৌ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শকের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম আজ রোববার মেঘনা নদীর বিভিন্ন শাখায় মা ইলিশ সংরক্ষণে এই অভিযান পরিচালনা করে। এ সময় ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ৫৪ লাখ ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০৫ কেজি মাছ, একটি ট্রলার ও দুটি নৌকা উদ্ধার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ১৬ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা। মাছের আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার ৫০০ টাকা।

বেআইনিভাবে মাছ ধরার জন্য ৩ জনকে মতলব উত্তর থানায় মৎস্য আইনে একটি মামলা করা হয়েছে এবং পাঁচজনকে মোট ১০ হাজার ) টাকা জরিমানা করা হয়েছে । এছাড়া জব্দকৃত ট্রলার ফাঁড়ি হেফাজতে ও দুটি নৌকা মালিকদের জিম্মায় দেয়া হয়েছে। উদ্ধার করা ২০৫ কেজি মাছের মধ্যে ৯৩ কেজি এতিমখানায় ও ১১০ কেজি আদালতে পাঠানো হয়েছে।

পরে উদ্ধারকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।