রাজশাহী নগরে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট

রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সেটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট মোবাইলটি উদ্ধার করে। খবর আরএমপি নিউজের।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান গ্রামের মনিরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন ৬ নভেম্বর বিকেল সাড়ে চারটায় লক্ষ্মীপুর থেকে মহিষবাথান কলোনিতে যাওয়ার সময় হারিয়ে যায়। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডি করার পর সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এএসআই মো. সুরুজ হোসেন ও তাঁর টিম তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে গত মঙ্গলবার নওগাঁ জেলার মান্দা থানার মদনচক বৈদপুর এলাকা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন।

মো. মনিরুল ইসলাম হারানো মোবাইল ফোন ফিরিয়ে পেয়ে আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকসহ সাইবার ক্রাইম ইউনিটের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।