পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম এবং যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ কর্মশালায় উপস্থিত ছিলেন। ছবি : বাংলাদেশ পুলিশ

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অপব্যবহার তদন্ত ও প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।

বিকাশ লিমিটেডের সহায়তায় গত বুধবার (২২ জানুয়ারি) যশোর পুলিশ লাইনসে এক দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই যশোর, পিবিআই ঝিনাইদহ ও পিবিআই কুষ্টিয়া ইউনিটের কর্মকর্তারা এতে অংশ নেন।

এ ছাড়া যশোর জেলা পুলিশের ১৫ জন তদন্ত কর্মকর্তা এতে অংশ নেন। বিকাশ লিমিটেডের চারজন প্রশিক্ষক, পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম এবং যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ এ সময় উপস্থিত ছিলেন।