সিএমপির পতেঙ্গা মডেল থানার অভিযানে গ্রেপ্তার দুজন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার অভিযানে চারটি মোবাইল সেট, টাকা ও দস্যুতার কাজে ব্যবহৃত একটি টমটম, একটি ছোরাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ৯ জুলাই বাদী বশির মিয়ার পূর্বপরিচিত মহিদুল খাঁনের টমটম গাড়িটি বন্দরের কলসী দিঘির পাড় ধুমপাড়া এলাকা থেকে হারিয়ে যায়। পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে টমটমটি খোঁজার জন্য ১০ জুলাই ভোররাত ৪টার দিকে বাদী তাঁর সঙ্গীয় নুর মোহাম্মদ, মইদুল খাঁন, মো. নুরুসহ সিএনজিচালিত অটোরিকশায় করে পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিণ পতেঙ্গা ভিআইপি রোডের মোল্লারঘাটায় পৌঁছান। ওই সময় বিবাদী রবিউল হাসান ওরফে রুবেল ও মো. জাহেদ তাঁদের অপর সহযোগীসহ বাদী ও বাদীর সঙ্গীয় নুর মোহাম্মদ, মো. মইদুল খাঁন ও মো. নুরুকে ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁদের কাছ থেকে চারটি মোবাইল সেট ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেন।

পরবর্তী সময়ে পতেঙ্গা থানায় সংবাদ দিলে পুলিশ পতেঙ্গা মডেল থানাধীন উত্তর পতেঙ্গা ধুমপাড়া পূর্ব গলির মুখে খালি মাঠ এলাকায় অভিযান চালিয়ে রবিউল হাসান ওরফে রুবেল ও মো. জাহেদকে গ্রেপ্তার করে।

দুজনের কাছ থেকে চারটি মোবাইল সেট, ৫০০ টাকা ও দস্যুতার কাজে ব্যবহৃত একটি টমটম ও একটি ছোরা উদ্ধার করা হয়।