সিএমপির বন্দর থানার অভিযানে গ্রেপ্তার চারজন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে মোটর পার্টস গোডাউনের লোহার দরজা কেটে পার্টস চুরির ঘটনার হোতাসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।

ওই চারজনের কাছ থেকে চুরি হওয়া ১০ লাখ টাকার মোটর পার্টস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে বন্দর থানাধীন বড়পুকুর পাড় এম এ আজিজ মসজিদের দক্ষিণ পাশে মুনির নগর চৌচালার সামছুদ্দিন ও আবু সুফিয়ানের মালিকানাধীন এস এস অটোমোবাইলসের গোডাউনের লোহার দরজা কেটে অজ্ঞাতনামা ব্যক্তিরা ৩০ লাখ টাকার মোটর পার্টস চুরি করে নিয়ে যান। এ ঘটনায় সিএমপির বন্দর থানায় নিয়মিত মামলা করা হয়।

ওই মামলার পরিপ্রেক্ষিতে নগরীর বন্দর ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল হোসেন, মো. ওমর ফারুক, মো. আনোয়ার হোসেন ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট নবাব কমিউনিটি সেন্টার গলির নুর মমতাজ টাওয়ারের নিচতলায় সিলভার ট্রেড নামের দোকান থেকে চুরি হওয়া ১০ লাখ টাকার মোটর পার্টস উদ্ধার করা হয়।