পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার সদস্যরা। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই মোটরসাইকেল।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোলা সদর ও দৌলতখান থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. রাফি (১৮), আকবর হোসেন (৩২) ও আব্দুর রশিদ (২৫)। তাঁদের বাড়ি ভোলার দৌলতখান থানা এলাকায়।

সোনাডাঙ্গা থানা-পুলিশ জানায়, একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে ওই আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তের একপর্যায়ে ৮ ফেব্রুয়ারি ভোলা সদর থানাধীন উত্তর দিঘলদী এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ রাফিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দৌলতখান থানা এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ আকবর ও রশিদকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, আসামি রাফি পেশায় মেকানিক। চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশ পাল্টে আকবর ও রশিদকে সরবরাহ করতেন। এরপর তাঁরা এসব মোটরসাইকেল বিক্রি করতেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।