হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টার। ছবি: হাইওয়ে পুলিশ

সড়কে নামার আগে ও পরে বেশ কিছু দায়িত্ব রয়েছে মোটরসাইকেলের চালকদের। সে বিষয়ে অনেকেই অবগত নন। এমন বাস্তবতায় দায়িত্বগুলো তুলে ধরেছে হাইওয়ে পুলিশ।

ফেসবুকে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টারে চালকদের করণীয় নিয়ে বলা হয়, ‘মোটরসাইকেলের সমস্ত কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করে নিন এবং হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখুন। মোটরসাইকেলে দুজনের বেশি আরোহণ করবেন না।’

পোস্টারে আরও বলা হয়, ‘চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করুন। ফুটপাতে মোটরসাইকেল চালাবেন না।’

এতে উল্লেখ করা হয়, ‘উল্টো পথে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন। ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল চালাবেন না।’