পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার অভিযানে ২২২ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (৭ জুন) নগরীর মোগলাবাজার থানাধীন মোগলাবাজার ব্রিজ-সংলগ্ন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি কয়েছ আহমদের (৪৭) বাড়ি মোগলাবাজার থানা এলাকায়।

মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিক উজ জামান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।