মহান মে দিবসে শ্রমজীবীদের মধ্যে ক্যাপের পাশাপাশি বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন তেজগাঁও থানার পুলিশ সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এ গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। বিষয়টি বিবেচনায় নিয়ে অন্যান্য দিনের মতো মহান মে দিবসের দুপুরে তেজগাঁও থানার ফার্মগেট ও লুকাস মোড়ে ক্যাপ, বিশুদ্ধ খাওয়ার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

প্রচণ্ড তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ লাঘব করতে গত ২১ এপ্রিল থেকে তেজগাঁও থানার চারটি স্থানে বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন বুথ বসানো হয়। প্রতিটি বুথেই প্রতিদিন ১০০ লিটার পানি ও ১০০ স্যালাইন দেওয়া হয়।

আজ বুধবার এ চার বুথের পাশাপাশি ফার্মগেট ও লুকাস মোড় এলাকার দুটি স্থানে ক্যাপ, বিশুদ্ধ খাওয়ার পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। প্রায় ৫০০ রিকশা ও ভ্যানচালকের মধ্যে এগুলো বিতরণ করা হয়।

ওই সময় ঢাকা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মনজুর ও বিশিষ্ট সমাজসেবক আবু সাদেক উপস্থিত ছিলেন।