মহান মে দিবসে সকালে খুলনা শহরে র‍্যালিতে অংশ নেন কেএমপি কমিশনার। কাছাকাছি সময়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। ছবি: কেএমপি

মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়েছেন ‍খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা।

শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসন খুলনার আয়োজনে মহানগরীর জোড়াগেট এলাকায় বাংলাদেশ বেতার, খুলনার সামনে সকাল ৮টার দিকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালি বের করা হয়।

এতে অংশগ্রহণ শেষে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রে অবস্থিত মহান স্বাধীনতার স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত কর্মকর্তারা।

‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ প্রতিপাদ্য সামনে রেখে র‌্যালিটি করা হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি, কেএমপির অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএমসহ অনেকে।