মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেওয়া হয় উলিপুর থানার পুলিশ সদস্যদের। ছবি: সিএনআই

কুড়িগ্রামের উলিপুর থানার পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সোমবার সকালে উলিপুর থানা চত্বরে পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা দেন কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান। খবর সিএনআইয়ের

ওই সময় উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, এসআই আতিকুজ্জামান আতিক, শাহ আলমসহ অনেকে।

কুড়িগ্রামের পুলিশ সুপারের উদ্যোগে এই প্রথম জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ইউনিটের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সব সদস্যকে স্বাস্থ্যবিষয়ক প্রাথমিক তথ্য সংরক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সহজ করতে ডেটাবেজ তৈরি কার্যক্রম শুরু করা হয়েছে।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশের সব সদস্যের সাস্থ্যসেবা নিশ্চিত ও তাঁদের স্বাস্থ্যবিষয়ক ডেটাবেজ তৈরির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। ধারাবাহিকভাবে জেলা পুলিশের সকল ইউনিটে এই মেডিকেল ক্যাম্প মাসিকভিত্তিক অনুষ্ঠিত হবে। সকলকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’