চাঁদপুরের উত্তর মতলবে মেঘনা নদীতে মোহনপুর নৌ পুলিশের সঙ্গে গোলাগুলিতে সালাউদ্দিন (২৮) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান, ডাকাত দল মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সময় নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালালে সালাউদ্দিন নামের এক ডাকাত গুলিবিদ্ধ হন। পরে তাঁকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চাঁদপুর থেকে গুলিবিদ্ধ এক ডাকাতকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। হাসপাতালে পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছে।