ছবি: সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানহুয়াতোর সেলায়া শহরের একটি হোটেলে বন্দুকধারীর হামলা হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৪ মে) স্থানীয় সময় রাত ১০টার দিকে ১৫ জনের মতো সশস্ত্র ব্যক্তি ওই হোটেলে ঢুকে গুলি ও পেট্রলবোমা ছোড়ে। এ বন্দুকধারীরা কাছাকাছি দুটি বারেও হামলা চালায়।