মেক্সিকোর পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৩ জন।

স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

নায়ারিতের প্রসিকিউটরের দপ্তর এক টুইটে জানিয়েছে, বাসটি খাড়া রাস্তা থেকে প্রায় ১৫ মিটার নিচে একটি গিরিখাতে পড়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং সাতজন পুরুষ। আহতদের মধ্যে অন্তত ১১টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।