পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ সদর থানার পুলিশ মুজিব পার্কে তরুণ-তরুণীকে হয়রানি এবং চাঁদা দাবি করা দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করেছে।

১০ জুন বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর মুজিব পার্কে দুজন তরুণ-তরুণী গল্প করছিলেন। এ সময় আপ্তাব উদ্দিন (৩২), আকাশ দাস (২০), মো. শফিকুল ইসলাম শরীফ (২০)সহ অজ্ঞাতনামা দু-তিনজন মোবাইল ফোনে ওই তরুণ-তরুণীর ভিডিও করেন। আপ্তাব উদ্দিন নিজেকে অনলাইন সাংবাদিক পরিচয় দিয়ে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন।

১১ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিগোচর হলে ভিকটিম তরুণকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ভিকটিম বাদী হয়ে আপ্তাব উদ্দিন, আকাশ দাস, মো. শফিকুল ইসলাম শরীফসহ দু-তিনজনকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করলে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়।

মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।