মেহেরপুরের মুজিবনগরে ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। ছবি: মেহেরপুর জেলা পুলিশ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৯৮ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মুজিবনগর থানাধীন আনন্দবাস পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. পিন্টু (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবনগর থানার রতনপুর পুলিশ ক্যাম্পের এসআই প্রহলাদ রায় ও এএসআই মো. দরবেশ আলী সঙ্গীয় ফোর্সদের নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আনন্দবাস পশ্চিম পাড়ায় একটি রাইস মিল-সংলগ্ন তিনরাস্তার মোড়ে ফেনসিডিল বেচাকেনা চলছে। এরপর পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ পিন্টুকে (৩০) গ্রেপ্তার করে।

অপর মাদক ব্যবসায়ী মো. ইউনুস আলী (৪০) পালিয়ে যান। পিন্টুর কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।