দুই তারকা পেসার ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের
টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
ইনজুরির কারণে আসন্ন সিরিজে খেলতে পারবেন না তাঁরা। খবর বাসসের।

সদ্য ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছে জিম্বাবুয়ে। ওই আসরে চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘদিন পর বিশ্বকাপের মঞ্চে খেলার টিকিট পায় তারা। সেখানে পেশির চোটে পড়েন মুজারাবানি। আর ঘাড়ের নিচের হাড়ে চিড় ধরা পড়ে চাতারার। ফলে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান মুজারাবানি। এতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না তিনি।
এদিকে দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে চাতারাকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ঘরের মাঠে ভারতের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি। তবে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে
টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পাওয়ার বিষয়ে আশাবাদী জিম্বাবুয়ে।