প্রতীকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানার সদস্যদের তৎপরতায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত রিকশা, মোবাইল ফোন ও টাকা।

শনিবার (৮ এপ্রিল) ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে আসামি মো. শরীফ হোসেন, মো. ইমরান ফারহাদ, মো. মুন্না, আপন ও মো. শানু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত ৩ এপ্রিল রাতে দুই রিকশায় চড়ে ছয় ডাকাত মুগদা থানাধীন ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন। এক পর্যায়ে দুই রিকশার চালককে মারধর করেন তাঁরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রিকশা, মোবাইল ফোন ও ৬৫০ টাকা লুট করেন তাঁরা। এ ঘটনায় ভুক্তভোগী ইসমাইল হোসেন মুগদা থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, তদন্তের এক পর্যায়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরীফ ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।